এক ম্যাচেই ২৩৫ রান নিয়ে বিশ্বরেকর্ড করলেন কোহলি

সাদা পোশাকে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর গড়েছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। রবিবার (১১ ডিসেম্বর) মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিনে ২৩৫ রান করে এই রেকর্ড গড়েছেন তিনি।

সঙ্গে এদিন টেস্টে চলতি বছরে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরিও পূর্ন করে নতুন এক কীর্তি গড়েছেন দলটির বর্তমান অধিনায়ক। এই কীর্তিতে তিনি এখন অবস্থান করছেন ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক আর ব্র্যান্ডন ম্যাককালামদের কাতারে।

আগের দিনের ৭ উইকেটে ৪৫১ রান হাতে নিয়ে এদিন সকালে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ৩০ রানে অপরাজিত থাকা জয়ন্ত যাদপকে সঙ্গে নিয়ে ক্রিজে নামেন আগের দিনের ১৪৭ রান নিয়ে অপরাজিত থাকা অধিনায়ক কোহলি।
১৬২ তম ওভারের পঞ্চম বলেই অবশ্য থেমে যেত তার ইনিংস, যদি কিনা অ্যান্ডরসন ফেলে না দিতেন কার ক্যাচটি।

তবে ভাগ্যবান কোহলি শেষ পর্যন্ত নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ১৬৫ তম ওভারে গিয়েই। ৩০২ বল খেলে ২৩ চার আর ৪ ছক্কায় ডাবল সেঞ্চুরির এই কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত দলীয় ৬১৩ রানের সময় টেস্ট ক্যারিয়ার সেরা ২৩৫ রান করে ওকসের বলে সেই অ্যান্ডারসনের হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কোহলি।

এদিকে তিন ভারতীয় ব্যাটসম্যানের তান্ডবে এদিন ৬৩১ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। কোহলির ডাবল সেঞ্চুরি ছাড়াও দুটি সেঞ্চুরি এসেছে ভারতের প্রথম ইনিংসে। একটি করেছেন ওপেনিংয়ে নামা মুরালি বিজয় ও অপরটি করেছেন বোলার হিসেবে ভারতীয় স্কোয়াডে থাকা জয়ন্ত যাদপ। বিজয়ের ব্যাট থেকে এসেছে ১৩৬ ও যাদপের ব্যাট থেকে এসেছে ১০৪ রান।

প্রসঙ্গত, ২০১৬ সালেই তিনটি ডাবল সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। এর আগে এক বছরে তিনটি করে ডাবল সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান (১৯৩০), পন্টিং (২০০৩), ক্লার্ক (২০১২) ও ম্যাককালাম (২০১৪)। তবে, সর্বোচ্চ চারটি ডাবল সেঞ্চুরি করে সবার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্লার্ক।



মন্তব্য চালু নেই