এক মাস গ্রামে থেকে যা দেখেছে- যা শিখেছে শীর্ষক আলোচনা অনুষ্ঠান

অর্থনৈতিক ও সামাজিকসহ নানা সমস্যায় গ্রামীন জীবন জর্জরিত হয়ে উঠেছে বলে দাবী করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
টানা একমাস দেশের উত্তর ও দক্ষিন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় গবেষনা চালিয়ে এ দাবী করে তারা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই গবেষনা ফল প্রকাশ করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, কৃষি শিল্পে ক্রমাগত লোকসানের ফলে গ্রামের মানুষ শহরমুখী হয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তায়। কৃষি বিমুখ হয়ে পড়ছে মানুষ। এই সমস্যা থেকে উত্তরনে কৃষিকে লাভজনক করার উদ্দ্যেগ নেয়ার দাবী জানায় তারা।
গনস্বাস্থ সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনস্বাস্থের প্রতিষ্ঠাতা জাফর উল্লাহ চৌধুরী, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, হাজেরা সুলতানা, এ্যাডভোকেট মোস্তফা লুৎফল্লাহ, ইয়াছিন আলী এ্যাডভোকেট টিপু সুলতান সহ গণ বিশ্ববিদ্যালয়ের উধ্বর্তন শিক্ষকরা।
গবেষনা ফলাফলের সঙ্গে একমত পোষন করেন অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যরা। তারা বলেন, গ্রামের উন্নতি না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এজন্য গ্রামের উন্নয়নে এখনই পরিকল্পনা নিতে হবে।



মন্তব্য চালু নেই