এক বছর পর এফডিসিতে মা ও মেয়ে

জাতীয় চলচ্চিত্র দিবসে উপলক্ষে গত বছর এফডিসিতে এসেছিলেন চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেত্রী আনোয়ারা। সঙ্গে ছিলেন তার মেয়ে চিত্রনায়িকা মুক্তি। এক বছর পর আবারও এফডিসিতে এসেছেন মা ও মেয়ে। আজ সোমবার জাতীয় চলচ্চিত্র দিবসের দিনব্যাপী আয়োজনে অংশ নেন তারা।

দুপুরে এফডিসিতে এসে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে দীর্ঘদিনের সহকর্মী আর এ সময়ের শিল্পীদের সঙ্গে আড্ডা দেন আনোয়ারা। তখন সমিতির অফিসে ছিলেন চিত্রনায়ক আলমগীর, অভিনেত্রী অরুনা বিশ্বাস, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, সহ–সভাপতি ওমর সানি, ড্যানি সিডাকসহ আরও অনেকে।

চ্যানেল আই অনলাইনকে আনোয়ারা বলেন, ‘চলচ্চিত্র থেকে দূরে আছি। কিন্তু এফডিসি তো আমার আত্মার জায়গা। কত স্মৃতি আমার এই জায়গাটায়। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে তাই এখানে এলাম। আসার আগে মেয়ে বলল আমার সঙ্গে আসবে, তাই তাকেও সঙ্গে নিয়ে এলাম।’

তিনি আরও বলেন, ‘অনেকদিন পর এফডিসিতে এসে ভালো লাগছে। সবার সঙ্গে কথা বলছি। স্মৃতিচারণ করছি।’

মুক্তি বলেন, ‘চলচ্চিত্রে আমি এখন খুব কম কাজ করছি। আমার আলাদা ভালোলাগা আছে এফডিসিকে ঘিরে।’



মন্তব্য চালু নেই