এক বছর পরে জাতীয় দলে ফ্যালকাও

প্রায় এক বছর পর বিশ্বকাপ বাছাইপর্বে পরবর্তী দুইটি ম্যাচের জন্য আবারো জাতীয় দলের ডাক পেলেন কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। আগামী ১০ ও ১৬ নভেম্বর যথাক্রমে চিলি ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মাধ্যমে মাঠে নামতে যাচ্ছেন এই তারকা।

ইনজুরির কারণে ২০১৪ বিশ্বকাপ খেলতে না পারা ফ্যালকাও সর্বশেষ গত বছর ১৩ অক্টোবর মন্টিভিডিওতে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচটিতে কলম্বিয়ার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দুটি গোল করেছেন। চলতি মৌসুমে নয় ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

দলে ডাক পেয়েই টুইটারে তিনি লিখেন, দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে দারুণ খুশি। এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ, সত্যিই যা বিশেষ কিছু।



মন্তব্য চালু নেই