এক প্রেমিকাকে বিয়ে করায় অপর প্রেমিকার অনশন
ফুলপুরে এক প্রেমিকার সঙ্গে বিয়ে হওয়ায় অপর প্রেমিকা বিয়ের দাবিতে গত ৪ দিন ধরে অনশনে রয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
জানা যায়, বাটপাড়া গ্রামের প্রেমিক আবদুল মোতালেবের সঙ্গে বনপাড়া গ্রামের নবী হোসেনের মেয়ে খালাত বোন আছমা খাতুন এবং পুটিয়া গ্রামের ফজল হকের মেয়ে মামাত বোন রাবিয়া খাতুনের প্রেম চলছিল।
৪ দিন আগে প্রেমিকা আছমা খাতুন বিয়ের দাবিতে প্রেমিক আবদুল মোতালেবের বাড়িতে অনশন শুরু করে। পরে বিয়ের আশ্বাস দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রেমিকা আছমাকে সরিয়ে দেয়।
এ সুযোগে বুধবার রাতে প্রেমিক আবদুল মোতালেবের সঙ্গে প্রেমিকা রাবিয়া খাতুনকে বিয়ে করে।
বিষয়টি জেনে প্রেমিকা আছমা খাতুনের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন অব্যাহত রাখে।
এলাকাবাসী চেষ্টা করেও বিষয়টির সুরাহা করতে পারেননি। প্রেমিক আবদুল মোতালেব আছমার সঙ্গে প্রেমের বিষয় অস্বীকার করলেও প্রেমিকা আছমা খাতুন প্রেম থাকার বিষয়ে প্রমাণ রয়েছে বলে দাবি করছে।
মন্তব্য চালু নেই