এক প্রেমিকাকে খুন, অন্যজনকে অপহরণ! অবশেষে ইঞ্জিনিয়ারিং ছাত্র আর কী করলো?

সহপাঠী তথা প্রেমিকাকে খুন এবং আরেক প্রেমিকাকে অপহরণের অভিযোগে পার্ক স্ট্রিট পুলিশ এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে। ধৃত ছাত্রের নাম কৌশলকুমার পাণ্ডে।
খুনের মামলাটি রাজস্থানের জয়পুরের। অপহরণের মামলা হয়েছে পার্ক স্ট্রিট থানায়। শুক্রবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, গত ২৩ নভেম্বর পার্ক স্ট্রিট থানার রয়েড লেন থেকে ১৭ বছরের ওই কিশোরী নিখোঁজ হয়ে যায়। কিশোরীর পরিবার মিসিং ডায়েরি করলে পুলিশ তদন্তে নামে। কিশোরীর মোবাইলটি বাড়িতেই ছিল। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মেসেজগুলি পড়ে পুলিশ বুঝতে পারে ওই কিশোরীর সঙ্গে বছর বাইশের কৌশলের সম্পর্ক রয়েছে। ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ হয়েছিল। কিশোরীর এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেও পুলিশ সেই সম্পর্কের বিষয়ে নিশ্চিত হয়।
তদন্ত শুরু করে কৌশলের বিহারের ছপরার বাড়ির ঠিকানা জানতে পারেন তদন্তকারীরা। জানতে পারেন, জয়পুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে সে পড়াশোনা করে। ‘কললিস্ট’ খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার পরে জয়পুর পুলিশের কাছে কৌশলের গতিবিধি জানতে সাহায্য চান তদন্তকারীরা।
জয়পুর পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে অক্টোবর মাসে নেহা নামে কৌশলের এক সহপাঠী খুন হন। তাঁর সঙ্গে কৌশলের সম্পর্ক ছিল। নেহা হস্টেলে থাকতেন। তাঁর গলাকাটা দেহটি একটি ব্যাগে ভরা অবস্থায় স্থানীয় সীতাপুর স্টেশনের ওভারব্রিজের উপর পাওয়া গিয়েছিল। জানা যায়, ওই ঘটনার পর থেকেই কৌশল নিখোঁজ ছিল।
পরে এক পুলিশ কৌশল এবং নিখোঁজ কিশোরীর মোবাইল মনিটর করে জানতে পারে তারা বিহারে রয়েছে। বুধবার কিশোরী বাড়িতে ফোন করলে অভিভাবকেরা জানান, কৌশলের সঙ্গেই তার বিয়ে দেওয়া হবে। তাকে ফিরেও আসতে বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীকে নিয়ে মল্লিকবাজারের কাছে এলে পুলিশ কৌশলকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরার মুখে কৌশল খুনের কথা স্বীকার করে। সে জানায়, ব্যাগে ভরে অন্যত্র ফেলে দেওয়ার জন্য নেহার দেহ নিয়ে যাচ্ছিল। কিন্তু রক্ত চুঁইয়ে পড়ায় ওভারব্রিজের উপর ব্যাগটি ফেলে দেয়। অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ায় সহপাঠীকে কৌশল খুন করেছে বলে তদন্তকারীদের দাবি।
মন্তব্য চালু নেই