‘এক পৃথিবী প্রেম’এর প্রচারণায় সাইমন-মাহি
চলতি মাসের ২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে এসএ হক পরিচালিত ও আসিফ-আইরিন অভিনীত সিনেমা ‘এক পৃথিবী প্রেম’। ছবিটির জন্য শুভকামনা জানালেন ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক সাইমন সাদিক ও মাহিয়া মাহি।
বর্তমানে শামিমুল ইসলাম শামীম পরিচালিত ‘গোলাপতলীর কাজল’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাইমন-মাহি।সুনামগঞ্জের হাওড় অঞ্চলের শুটিং লোকেশন থেকে সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন নির্মাতা শামীম ও ‘গোলাপতলীর কাজল’ সিনেমার পুরো টিম।
এই সময় মাহি বলেন, ‘এখন আমরা শুটিংয়ে আছি। ২৩ তারিখ আমার কোনো শুটিং নেই। ছবি মুক্তির দিনেই হলে গিয়ে ছবিটি দেখবো।’
সাইমন বলেন, ‘এই সিনেমার মাধ্যমে আমরা নতুন একজন অভিনেতা আসিফ নূর ভাইকে পাচ্ছি। তার জন্য অনেক অনেক শুভকামনা, পুরো ছবির সকলের জন্য অনেক অনেক শুভকামনা। অলিক ভাই অনেক ভালো মানের একজন নির্মাতা, আসিফ ভাই নতুন। আশা করি তাদের মাধ্যমে দর্শক সামনে আরও অনেক ভালো সিনেমা পাবেন।’
উল্লেখ্য, ‘গোলাপতলীর কাজল’ সিনেমাতে মাহির বিপরীতে অভিনয় করছেন সাইমন ও আসিফ নূর।
মন্তব্য চালু নেই