এক নারী, দু’পাশে দুই তরবারী

ঢাল-তলোয়ার নিয়ে উত্তরার দিয়াবাড়িতে রিয়াজ। সঙ্গে রয়েছেন মিশু সাব্বিরও। চুমকী বসানো জ্বলজ্বলে রঙিন পোশাক পরে মহারাজা সেজেছেন দু’জন। মাথায় পালক লাগানো টুপিও আছে! শুধু রোদচশমাটাই যা একটু বেমানান!

রিয়াজ ও মিশুকে এমন রূপে হাজির করছেন মাসুদ সেজান। বাঁধনও যোগ দিয়েছেন গল্পে। তাদেরকে ঘিরেই তৈরি হচ্ছে টেলিছবি ‘ফুসমন্তর’। মাসুদ সেজানই টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন। গত কয়েকদিন ধরে চলছে এর দৃশ্যধারণ।

riazMa_775051548

এতে আরও অভিনয় করছেন শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য্য ও মুকুল সিরাজ। আগামী রোজার ঈদে বাংলাভিশনে প্রচার হবে টেলিছবিটি।



মন্তব্য চালু নেই