এক দিন দেরিতে বিরাট-আনুষ্কার ভ্যালেন্টাইন্স!
অবশেষে ‘ইটস অফিশিয়াল’! বিরাট কোহলির ভ্যালেন্টাইন্স ডে পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এক দিন দেরি করে ফেললেন বিরাট।
দু’বছর পর এই প্রথম অনুষ্কার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন বিরাট। ভ্যালেন্টাইন্স ডে-র পরের দিন ছবি পোস্ট করার আধ ঘণ্টার মধ্যেই ২ লক্ষ লাইক। সঙ্গে বিরাটের ক্যাপশন, যদি আপনি চান তা হলে প্রতি দিনই হতে পারে ভ্যালেন্টাইন্স ডে। অনুষ্কা শর্মা প্রতি দিন আমার মনে ভ্যালেন্টাইন্স ডে-র অনুভূতির জন্ম দেয়। ছবিতে দেখা যাচ্ছে উজ্জ্বল রোদে সবুজ মাঠে বসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা।
এর মধ্যে ৬,০০০ ‘কমেন্ট’ এসে গিয়েছে ছবিতে।
মন্তব্য চালু নেই