এক ছবিতে শাহরুখ, জোলি ও ডিক্যাপ্রিও

চার বছর ধরেই শোনা যাচ্ছে খবরটা। একই ছবিতে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান ও হলিউডের হার্টথ্রব অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও।

ছবির নাম ‘এক্সট্রিম সিটি’। এবার গুঞ্জন উঠেছে, এতে থাকবেন হলিউডের রূপবতী অ্যাঞ্জেলিনা জোলিও! তাদের তিনজনের ছবি দিয়ে বানানো একটি পোস্টারও ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়।

পোস্টারে দেওয়া তথ্যানুযায়ী এটি প্রযোজনা করবেন অস্কারজয়ী পরিচালক মার্টিন স্করসিস। এর গল্প বলিউডের ডন আর হলিউডের পুলিশের মধ্যে ধুন্ধুমার লড়াই নিয়ে। নব্বইয়ের দশকে সোমালিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একসঙ্গে কাজ করতেন তারা। মিশন থেকে ফিরে ডিক্যাপ্রিও হন নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা। আর শাহরুখ বনে যান মুম্বাইয়ের অন্ধকার দুনিয়ার সম্রাট।

‘এক্সট্রিম সিটি’র পরিচালক ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবির লেখক পল স্ক্রাডার। শাহরুখের আত্মজীবনীর লেখক মুস্তাক শেখও এ ছবির সঙ্গে যুক্ত আছেন।



মন্তব্য চালু নেই