এক চুমুতেই ইন্টারনেটজুড়ে গৌতম

ছোটপর্দায় তিনি পরিচিত মুখ। সৌজন্যে হিন্দি সিরিয়াল। কিন্তু একটি চুমু তাঁকে পৌঁছে দিল পেজ-থ্রির শিরোনামে। তিনি গৌতম গুলাটি। ‘এমটিভি বিগ এফ’এর প্রোমো শুটে এক মহিলাকে জড়িয়ে ধরে চুমু খেলেন তিনি। সেই ছবিই এখন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

গৌতমের দাবি, এই প্রথম অনস্ক্রিন চুমু খেলেন তিনি। কিন্তু টিভির দুনিয়ায় ‘সিরিয়াল কিসার’ হিসাবেই তিনি পরিচিত। নিজের নামে এই কানাঘুঁষো শুনেছেন প্রাক্তন এই ‘বিগ বস’ তারকা। তাঁর সহাস্য জবাব, ‘‘একজন পেশাদার শিল্পী হিসেবে আমি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’’ অভিনেতা হিসেবে তাঁকে এত দিন দেখেছেন দর্শকরা। তবে এ বার তাঁকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। গৌতমের কথায়, ‘‘এমটিভি আমাকে এই সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমরা এমন ভাবে প্রোমো শুটিং করেছি যাতে তা দেখেই শো-এর কনসেপ্টটা বোঝা যায়।’’

কিন্তু তাঁর যে চুমু নিয়ে এত আলোচনা, তা শুট করে কেমন লাগল গৌতমের? অভিনেতার দাবি, ‘‘আমার তো মনে হচ্ছে পারফেক্ট কিস। এ বার বিচারের পালা আপনাদের।’’



মন্তব্য চালু নেই