এক ঘণ্টাতেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট শেষ!
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন রণসাজ। এই ম্যাচ ঘিরে দর্শকের আগ্রহও থাকে তুঙ্গে। এই যেমন এশিয়া কাপের কাল শনিবারের ম্যাচের টিকেট শেষ হয়ে গেছে বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই!
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মিরপুর শাখায় টিকেটপ্রত্যাশী অনেকেই লাইনে দাঁড়ান বৃহস্পতিবার রাতেই। শুক্রবার সকাল ১০টায় শুরু হয় টিকেট বিক্রি। এক ঘণ্টা পর ১১টার দিকে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, টিকেট শেষ। এর পর বুথ বন্ধ করে দেওয়া হয়।
টিকেট বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ টিকেটপ্রত্যাশী অনেকেই। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য ম্যাচের টিকেটের তুলনায় এ ম্যাচের টিকেট সরবরাহ কম ছিল। তাই দ্রুতই তা শেষ হয়ে যায়।
মন্তব্য চালু নেই