একে একে তিন সন্তানের জন্ম

কিশোরগঞ্জের হোসেনপুরে একইসঙ্গে পরপর তিনটি সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকদের দেখতে শতশত উৎসুক জনতা হাসপাতালে ভিড় করলে কতৃপক্ষ তা সামাল দিতে হিমসিম খায়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাধখলা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার মাধখলা গ্রামের কৃষক আশরাফুল ইসলামের স্ত্রী ঝুমা আক্তার (২৫) প্রসব ব্যাথা নিয়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপারেশন ছাড়াই একে একে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। মাসহ তিন সন্তানই সুস্থ রয়েছে।
নবজাতকদের বাবা-মা তাদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হেলাল উদ্দিন ও নার্স জান্নাতুল ফেরদৌস তত্ত্বাবধানে নবজাতকদের জন্ম হয়।



মন্তব্য চালু নেই