একুশ
একুশ
সূর্য পলাশ
শিক্ষার্থী,
আইন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়
আমার কবিতা, আমার গানে,
বিদ্রোহের ক্ষিপ্র আহ্বানে,
তরুণ কণ্ঠে দৃপ্ত শ্লোগানে,
সকাল-সাঁঝে পাখির গুঞ্জনে!
আপাত দৃষ্টে,
আষ্টেপৃষ্টে,
আছে একুশ!
আমার কলম, আমার খাতায়,
আমার পাঠ্য বইয়ের পাতায়,
আমার জননীর মমতায়,
আমার শিরা- উপশিরায়!
আপাত দৃষ্টে,
আষ্টেপৃষ্টে,
আছে একুশ!!
আমার বলা, আমার কওয়া,
আমার ধরা, আমার ছোঁয়া,
আমার অহেতুক গান গাওয়া,
আমার নিত্য আসা-যাওয়া,
সব কিছুতে,
আষ্টেপৃষ্টে,
আছে একুশ!!!
আমার তাল ও আমার ছন্দ,
আমার ভাল, আমার মন্দ,
আমার মনের দ্বিধা-দ্বন্দ্ব,
প্রিয়ার ভেজা চুলের গন্ধ!
সব কিছুতে,
আষ্টেপৃষ্টে,
আছে একুশ!!!!
মন্তব্য চালু নেই