একা বাসায় মায়ের জীবন বাচাল ৪ বছরের শিশু
বাড়িতে মায়ের সঙ্গেই ছিল ক্যামডেন ভোগান আর তার শিশু ভাইটি। ক্যামডেনও বড় নয়, সবে ৪ বছর বয়স। দুজন নিজেদের মতো খেলাধুলা করছিল। মায়ের নাম মিস্টি। তিনি কয়েক দিন ধরে বেশ অসুস্থ। সিরিয়াস কিছু নয়, ফ্লু হয়েছে বলে সন্দেহ তার। জ্বর ছিল অনেক। কিন্তু যখন থার্মোমিটারে জ্বর মাপতে গেলেন, তখন অসম্ভব রিডিং চোখে পড়ল। তার জ্বর দেখাচ্ছে ১০৫.৫ ডিগ্রি ফারেনহাইট! শুধু এটুকুই দেখতে পেলেন মিস্টি এবং জ্ঞান হারান। এরপর তার ছোট ছেলেটি যে কাজটি করলো, তা মায়ের জীবন বাঁচিয়ে দিলো। শিশুটি তার মায়ের ফোনটি তুলে নিলেন। এই মোবাইলেই গেমস খেলে সে। কাজেই পাসওয়ার্ড মনে আছে। নম্বরগুলো ঘাঁটতে ঘাঁটতে সেখানে তার বাবার ছবি সংবলিত নম্বরটি পেয়ে যায় সে। ফটোতে ক্লিক করতেই ফোন চলে যায় বাবার কাছে। এরপর জানায় মায়ের কথা। বাবা ড. জেরেমি ভোগান জানান, ছেলেটি আমাকে ফোন দিয়ে বললো, বাবা, মা ঘুম থেকে উঠতে পারছে না। তার বাবা চটজলদি ৯১১ নম্বরে ফোন দিয়ে দেন। দ্রুত বাড়িতে চলে আসেন। এরপর মিস্টিকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে তার জীবনে একবারই সিজার হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর আরো দুইবার সিজার হয় তার। এখন সুস্থ আছেন তিনি। বাড়ি ফিরেছেন। মিস্টি জানালেন, আমার ছেলেরা আমার পৃথিবী। ওদের কাজ-কারবার নিয়ে আমি যারপরনাই খুশি। বেশ অবাক লাগে, এই বয়সে দুজনই অনেক বুদ্ধিমান। এখন সুস্থ হয়ে দুই ছেলে আর স্বামীকে নিয়ে সুখের সংসার করছেন মিস্টি।
মন্তব্য চালু নেই