একালের উপহার পেয়ে সেকালের দাদি যা করলেন তা সত্যি আতঙ্কের!
দাদির জন্মদিনে এক আধুনিক উপহার দিলেন তার নাতি-নাতনিরা৷ ‘ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট’৷ সেই সেটে মুভি দেখতে গিয়ে দাদি যা করলেন, দেখলে হাসি থামাতে পারবেন না আপনিও৷ খবর ডয়সে ভেলের।
জন্মদিনে উপহার দেয়ার রীতি সর্বত্র৷ আর দাদি-নানিরা তো অপেক্ষাতেই থাকেন এই বিশেষ দিনটি নাতি-নাতনিদের সঙ্গে কাটানোর জন্য৷ হয়েছেও তেমন৷ দাদির ৮০তম জন্মদিনে উপহার হিসেবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে হাজির তারা৷
দাদি বেশ আগ্রহ নিয়েই সেটা পরেছিলেন৷ কিন্তু দেখতে গিয়ে রীতিমত সবকিছু বিশ্বাস করতে শুরু করলেন৷ আতঙ্কে বারবার নড়চড়ে বসছিলেন তিনি৷ এক পর্যায়ে খুলেই ফেললেন মাথায় লাগানো হেডসেট৷ কেক কাটার ছুরি হাতে নিয়ে নাতি-নাতনিদের দিকে আগাতে শুরু করলেন আতঙ্কিত দাদি৷
ঘটনা এখানেই শেষ হলে তাও মানা যেত৷ কিন্তু শেষ দৃশ্যে দেখা গেল, দাদির হাতে রিভালবার৷ মুহূর্তের মধ্যে টিভির দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন তিনি৷ তাতে অবশ্য মরেনি কেউ৷ তবে একালের উপহার সেকালের দাদিদের দেয়ার আগে একটু ভেবে নিলে ভালো হয় বৈকি!
মন্তব্য চালু নেই