একান্ত ব্যক্তিগত জীবনে শ্রদ্ধা কাপুর, দেখুন ইন্সটাগ্রাম থেকে নেয়া কিছু মিষ্টি ছবি

বলিউডের এ সময়ের সফল নায়িকাদের একজন তিনি, সম্পর্কে শক্তি কাপুরের কন্যা। এই অভিনেত্রীকে দারুণ আবেদনময়ী নায়িকাদের তালিকায় ফেলা না গেলেও মিডিয়া উপস্থিতি এবং অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই দর্শকের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তবে প্রিয়.কমের পাঠকদের জন্য আজ রয়েছে এই অভিনেত্রীর এমন কিছু ছবি যা আগে কখনোই শ্রদ্ধা কাপুর ভক্তরা দেখেননি। দেখুন একান্ত ব্যক্তিগত জীবনের শ্রদ্ধা কাপুরকে।

দেখুন বাবার সাথে শ্রদ্ধার এই ছবিটি।

সিনেমার শুটিংয়ের ফাঁকে বাল্যকালের বন্ধু ভারুন ধাওয়ানের সাথে অন্ধকারে দুষ্টুমিতে ব্যস্ত শ্রদ্ধা কাপুর।

দেখুন আশা ভোসলের সাথে শ্রদ্ধা কাপুর।

আদরের কুকুরটির সাথে খুনসুটিতে ব্যস্ত শ্রদ্ধা।

জিলাপি খাচ্ছেন এই অভিনেত্রী।

প্রতিযোগী বলুন আর সহকর্মী বলুন, বেশ ভাল বোঝাপড়া রয়েছে আলিয়া আর শ্রদ্ধার মধ্যে।



মন্তব্য চালু নেই