একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধু হত্যা
একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে খাদ্য ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের জাতির পিতাকে যেভাবে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে আর একটিও নেই। ষড়যন্ত্রকারীরা ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল স্বাধীনতা যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করার পরও পদ্মা সেতু করছি।
স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, খাদ্য অধিদফতরের মহাপরিচালক ফয়েজ আহমদসহ খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী।
মন্তব্য চালু নেই