একাকী থাকাই তার ১১৬ বছর বেঁচে থাকার রহস্য

দীর্ঘায়ু চাচ্ছেন তাহলে বিশ্বের প্রবীণতম ১১৬ বছর বয়সী ইতালির ভার্বানিয়ার নারী এমা মোর্যানোর স্মরণাপন্ন হতেই পারেন! তার এই দীর্ঘায়ুর রহস্য যদি জানেন নিশ্চিত অবাক হবেন। সোমবার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করে বলছে, ১১৬ বছর ১৬৯ দিন বয়সী এমা মোর্যানোই বিশ্বের প্রবীণ মানুষ। খবর টাইমস।

শতায়ু এই নারীর জন্ম ১৮৯৯ সালের ২৯ নভেম্বর। একমাত্র তিনিই পেরেছেন এক জীবনে তিন শতাব্দীকে স্পর্শ করতে।

২০১৫ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক স্বাক্ষাতকারে জানান তার এই দীর্ঘজীবনের রহস্য। এমা বলেন, ১৯৩৮ সালে বিবাহিত জীবনের সমাপ্তি টানেন তিনি। এরপর আর বিয়ে না করে একা থাকার সিদ্ধান্ত নেন। বলেন, ‘কেউ আমার ওপর খবরদারি করুক তা চাইনি’।

তরুণী বয়সে রক্ত স্বল্পতায় আক্রান্ত হয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হন এমা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্রত্যেক দিন দুটি কাঁচা ডিম খাওয়া শুরু করেন। আর তার এই অভ্যাস গড়ায় কয়েক দশক জুড়ে। খাওয়া-দাওয়া ছাড়া একাকী থাকাকেই রহস্য হিসেবে বলছেন শতায়ু পেরোনো এই নারী।



মন্তব্য চালু নেই