একসাথে ৪ সন্তানের মা হলেন ৬৫ বছর বয়সী নারী !
৬৫ বছর বয়সে এক জার্মান নারী একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন। সবচেয়ে বেশি বয়সে চার সন্তানের জন্ম দেওয়ার ঘটনার রেকর্ড এটি। কৃত্রিম প্রজনন প্রক্রিয়াতে এ্যানিগ্রিট রাওনিক নামে স্কুলশিক্ষিকার ওই নারী গর্ভধারণ করেছিলেন।
জার্মানীর আরটিএল টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার বার্লিন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রাওনিক ৩ ছেলে ও ১ মেয়ে শিশুর জন্ম দেন। হাসপাতালের ডাক্তাররা বলছেন, ২৬ সপ্তাহে অপরিণত অবস্থায় ৪ সন্তানের জন্ম দিলেও নবজাতকদের বাঁচার ভাল আশা রয়েছে।
এ্যানিগ্রিট রাওনিকের আগে থেকেই ১৩ ছেলেমেয়ে ও ৭ নাতিপুতি রয়েছে। তার ১০ বছর বয়সী সর্বকনিষ্ঠ মেয়ের আবদার মেটাতেই তিনি গর্ভধারণ করেন।
সবচেয়ে বেশি বয়সে সন্তান প্রসবের রেকর্ড জার্মানীর ওই স্কুলশিক্ষিকার কপালে জুটছে না। নথিপত্রে স্বীকৃত এ রেকর্ড স্পেনের মারিয়া দেল কারমেন বাওসাডা লারার। যিনি ২০০৬ সালে ৬৬ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন।
মারিয়া দেলের এ রেকর্ড নিয়ে বিতর্কও রয়েছে। অনেকের দাবি প্রকৃতপক্ষে এ রেকর্ডের দাবিদার ভারতের ওমকারি পানওয়ারের। ২০০৮ সালে ৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন।
মন্তব্য চালু নেই