একসময়ের ডাকসাইটে অভিনেত্রী রবিনা ট্যান্ডন, ধর্ষণ দৃশ্যে অভিনয়ের পরে রাতের ঘুম উড়েছে

ধর্ষণের দৃশ্যে অভিনয় করার পরে নিজেকে আর স্থির রাখতে পারেননি রবিনা ট্যান্ডন। তিন রাত চোখের পাতা পড়েনি। কেবল ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে রাত কাটাতে হয়েছে রবিনা ট্যান্ডনকে। সেই দৃশ্য এখনও রবিনার স্মৃতিতে ভীষণভাবে জীবন্ত। সেই কথা মনে করতে বসলে এখনও শিউরে ওঠেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী।

ঘটনা হল, ২০১২-য় ‘দ্য মাদার’ সিনেমার জন্য শ্যুটিং করেছিলেন রবিনা। সেই ফিল্মে শ্যুটিংয়ের স্মৃতি রবিনা তুলে ধরেছেন একটি সাক্ষাৎকারে। ছবিতে বেশ কয়েকটি ধর্ষণের দৃশ্য ছিল। সেই সিনে শ্যুটিংয়ের পরেই রাতের ঘুম চলে যায় রবিনার। কেবল কেঁদে গিয়েছেন তিনি। সাক্ষাৎকারে রবিনা জানিয়েছেন, ছবিটায় মহিলাদের উপরে হিংস্রতার বেশ কয়েকটি দৃশ্য ছিল। রবিনার কথায়, ছবির চিত্রনাট্য তাঁর এতটাই পছন্দ হয় যে রবিনা ছবিটির ভিতরে ঢুকে পড়েছিলেন। রবিনা জানিয়েছেন, ছবিটিতে একাধিক ধর্ষণের দৃশ্য রয়েছে। ছবিতে একটি গ্যাং রেপের দৃশ্য রয়েছে। আর সেই দৃশ্যে অভিনয় করার পরে রবিনা নিজেকে আর স্থির রাখতে পারেননি। রাতের ঘুম তাঁর উবে যায়।



মন্তব্য চালু নেই