একসঙ্গে ৫ সন্তান প্রসব : হাসপাতাল বিল না দিয়ে উধাও মা

যুক্তরাজ্যের হাসপাতালে সেবা নিতে যাওয়া নাইজেরিয়ার অধিবাসীরা কোন প্রকারের বিল পরিশোধ করেন না বলে অভিযোগ উঠেছে। যু্ক্তরাজ্যের বিখ্যাত গণমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’ এক প্রতিবেদন বিষয়টি প্রকাশ করে।

২০১১ সালের ঘটনা। নাম বিম্বো ইলাবোলা। বয়স ৩৮। নাইজেরিয়ার অধিবাসী। পেশায় মেক-আপ আর্টিস্ট। তিনি আয়ও করেন বেশ।

যু্ক্তরাজ্যের পূর্ব লন্ডনের হোমার্টন হাসপাতালে এসেছেন সিজারে সন্তান প্রসবের জন্য। তার বোন যু্ক্তরাজ্যের লন্ডনে বাস করেন বলে সে শুধু ভিজিট ভিসা নিয়ে লন্ডনে আসেন।

তিনি প্রায় দু’সপ্তাহ ঐ হাসপাতালে অবস্থান করেছেন। এক সাথে ৫টি সন্তানের মা হন তিনি যদিও নির্দিষ্ট সময়ের আগে প্রায় সাত সপ্তাহ আগে তার অপরিপক্ক সন্তানের জন্ম হয়।

হোমার্টন হাসপাতালে তার চিকিৎসাবাবদ বিল হয় ১৪৫,০০০ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা। কিন্তু তিনি হাসপাতালের কোন বিল না দিয়েই চলে যান।

সম্প্রতি ডেইলি মেইলের সাংবাদিক তাকে বিলের বিষয়ে জিজ্ঞাস করলে সে লন্ডনে আসার কথা অস্বীকার করে এবং বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে কোন বিল পাঠায়নি তাই শুধু শুধু আমি বিল পরিশোধ করব কেন।



মন্তব্য চালু নেই