একসঙ্গে ‘করণ-অর্জুন’

শাহরুখ খান আর সালমান খানের সম্পর্ক নিয়ে যেন ভক্তদের আগ্রহের শেষ নেই। কারণ শাহরুখ আর সালমান এই বন্ধু আবার এই শত্রু এমন করেই কাটছিল দিনগুলো। কিন্তু ভক্তরা মোটেই চান না তারা একে অপরকে শত্রু ভাবুক। শুধু ভক্তরা কেন, বিটাউন চান তারা যেন এক হয়ে যায়। সবার শুধু একটা জিনিসই ভাবতেন তা হল ‘করণ-অর্জুন আয়েগা’।

আর সেই করন-অর্জুন ঠিকই এতোদিন পর তাদের সব রাগ-ক্ষোভ ভুলে ফিরে এসেছে। বরফ অবশ্য গলতে শুরু করেছে শাহরুখের জন্মদিনে যখন সালমান তার বাসায় গিয়েছিলেন তখন থেকেই।

এবার এই করণ-অর্জুন একসঙ্গে আসলেন ‘বিগ বস ৯’-এ। বিগ বস উপস্থাপনা করছেন সালমান আর শাহরুখ এসেছিলেন তার ছবি ‘দিলওয়ালে’র প্রচারণায়।

সেটে একে অপরকে জড়িয়ে ধরলেন তারা। সেলফি তুললেন। গান গাইলেন। নাচলেন। মোটরবাইকে বসে দর্শক মাতালেন। শাহরুখ ‘দাবাং’ পোজ দিলেন তো সালমান টিপিক্যাল রোম্যান্টিক কিং খানের মতো দু’হাত ছড়িয়ে দিলেন।

আর তাতেই জানান দিয়ে দিলেন তারা যে করন-অর্জুন আবারো বিটাউনে এক হয়ে গেছেন।



মন্তব্য চালু নেই