‘একদিন সবাই সাকিবকে ছাড়িয়ে যাবে’
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিং অনুযায়ী ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাইন্ডার হিসেবে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন এক নাম্বারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এমন অবস্থানে এনেছেন তিনি। কিন্তু তাই বলে কি দলের বাকিদের সহায়তা ছাড়া এমন কিছু সম্ভব ছিল?
এমনই সব প্রশ্নের উত্তর সাকিব দেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’কে। সাকিব বলেন, ‘হ্যা আমি একটু সবার থেকে এগিয়ে আছি কিন্তু দলের সবাই সাথে না থাকলে তো সম্ভব ছিলোনা। আর আমার পরিশ্রম তো ছিলোই।’
অনেকেই তো সাকিবের মতো হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? সাকিব বলেন, ‘সাকিবের মতো হওয়ার জন্য খুব বেশি কিছু না, নিজেকে বুঝতে হবে, আমি কি করতে পারি এবং সেটা কত ভালোভাবে করতে পারি। তাহলে একদিন সবাই সাকিবকে ছাড়িয়ে যাবে।’
মন্তব্য চালু নেই