একদিনের জন্য ৮৫ লাখে কার্দাশিয়ান
শুধু হলিউডেই নয়, পুরো বিশ্বেই বর্তমানে তুমুল আলোচনায় রয়েছেন কিম কার্দাশিয়ান। নানাভাবে প্রচারের আলোয় থাকতে পছন্দ করা এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে আগ্রহের সেই আগুনে ঘি ঢেলেছেন পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে। ইন্টারনেটে ভক্তরা হুমকি খেয়ে পড়েছে।
সুন্দরী এই তারকাকে এ সপ্তাহের শেষের দিকে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর ঘরে দেখা যাবে। তবে এর জন্য বিগ বস কর্তৃপক্ষকে খরচ করতে হবে ৮৫ লাখ টাকা।
বিগ বসের ঘরে মাত্র ১ দিন থাকবেন কিম কার্দাশিয়ান। সঙ্গে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী, মেকআপ আর্টিস্ট, তাঁর বোন কোর্টনি কিংবা ক্লোয়িসহ বিরাট বাহিনী। এইসব খরচ বাবদ শোয়ে আসার জন্য কিম ৮৫ লাখ দাবি করেছেন। সে দাবি মেনেও নিয়েছে বিগ বস।
বিগ বসে এ পর্যন্ত অনেকেই অতিথি হিসেবে এসেছেন এবং তাঁরা মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন। কিন্তু কেউই কিমের মত এতটা চেয়ে বসেননি। তবে কিমের আগমন যে শোয়ের টিআরপি অনেকটাই বাড়িয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।
মন্তব্য চালু নেই