একত্রে ডিনারে গেলেন হৃতিক-সুজান

ফের একটা ডেট। ডিনার ডেট। ফের একসঙ্গে তাঁরা। তাঁরা অর্থাত্ হৃতিক রোশন এবং সুজান খান। না! বিবাহবিচ্ছেদের পর এই ডিনার ডেট তাঁদের মিলনের কোনও ট্রেলার নয়। বরং বাবা-মা হিসেবে তাঁরা যে পারফেক্ট তা আরও একবার প্রকাশ্যে এল। সে কারণেই ছেলেদের জন্য গত বৃহস্পতিবার রাতে মুম্বইতে একসঙ্গে ডিনারে গেলেন এই প্রাক্তন দম্পতি। সঙ্গে ছিল তাঁদের দুই ছেলে রেহান ও রিদান।

২০১৩-তে বিচ্ছেদ হয়েছে হৃতিক-সুজানের। কিন্তু তারপরও কখনও ছেলের জন্মদিন একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। কখনও বা কোয়ালিটি টাইম কাটাতে ফ্যামিলি আউটিংয়ে গিয়েছেন। ছেলেদের জন্মদিনে একত্রে পার্টি দিয়েছেন। আবার ছেলেদের স্কুলে প্যারেন্ট-টিচার মিটিংয়েও গিয়েছেন যুগলেই। গতকাল রাতেও একই গাড়িতে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁদের। ঘনিষ্ঠ মহলে হৃতিক বারবার জানিয়েছেন, সুজানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে ঠিকই। কিন্তু তাতে ছেলেদের কোনও দোষ নেই। তারা কেন বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে? তাই ছেলেরা তাঁর জীবনে ফার্স্ট প্রায়োরিটি। সুজানেরও এক মত। তাই বিচ্ছেদ হলেও যে কোনও পরিস্থিতিতেই ছেলেদের পাশে থাকবেন হৃতিক-সুজান।-আনন্দবাজার



মন্তব্য চালু নেই