একঢাল কালো চুল পেতে শ্যাম্পুর সময় যা করবেন না!

আসছে ভ্যাপসা গরম। গরমে শ্যাম্পু করার একদিন পরই চুল আঠা। প্রায় রোজ শ্যাম্পু করলে ভালো হয়। কিন্তু, শ্যাম্পু shampoo করার সময় আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি। ফলে একঢাল কালো চুলের স্বপ্ন অধরাই থেকে যায়।

শ্যাম্পুর সময় যে ভুলগুলো আমরা করে থাকি –

১. অনেকেই চুলের কোয়ালিটি অনুয়ায়ী সঠিক শ্যাম্পু shampoo বেছে উঠতে পারেন না। এক্সপার্টের পরামর্শ নিয়ে সঠিক শ্যাম্পু বাছুন।

২. খুব ফেনা হওয়া মানেই ভালো শ্যাম্পু নয়। হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন।

৩. প্রতিদিন শ্যাম্পু নয়। চুল hair রুক্ষ হয়ে যাবে। শ্যাম্পু হোক ২-৩ দিন পর পর। মাঝের দিনগুলোতে কন্ডিশনার ব্যবহার করুন।

৪. শ্যাম্পুর করার পর মাথার স্কাল্পের পাশাপাশি ভালো করে ধুয়ে ফেলুন চুল।

৫. শ্যাম্পুর পর কন্ডিশনার মাস্ট।

তথ্যসূত্রঃ জি-নিউজ ইন্ডিয়া



মন্তব্য চালু নেই