একটি ওপেন হার্ট সার্জারি যা দেখলে, আপনি পাগল হয়ে যাবেন!
এ দুনিয়া আজব দুনিয়া! এখানে কি হয় আর কি হতে পারে না, এটা ভাবার আগেই ঘটে যেতে পারে চরম অবাস্তব কোনও ঘটনা। তা দেখে আপনি শকে পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন। তেমনই একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হলো আপনাদের সঙ্গে।
হার্ট সার্জারি কতটা হাস্যকর হতে পারে তা প্রমাণ করে দিল একটি তেলেগু ছবি। দৃশ্যের শুরুতে দেখায় কীভাবে ছবির হিরো ভিলেনের সঙ্গে মারপিট করে গাড়ির ভিতর থেকে এক ঝটকায় এক বিশাল মাপের হার্ট ছিনিয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকেন।
অন্যদিকে ডাক্তাররা রোগীর বুকের মাঝখানে টিটি বোর্ডের মতো চৌকে খোপ কেটে অপেক্ষা করছেন সেই বহুমূল্য হার্টের! এদিকে তো ভিলেন পিছন থেকে এসে কোপ বসায় হিরোর উপর। হিরো জোরে সেই হার্ট ছুঁড়ে দেন অপারেশন থিয়েটারের দিকে। উফ! কী থ্রো! হার্ট সোজা গিয়ে পড়ে বুকের মাঝখানে করা গর্তে! ব্যস, লাল নীল আলো জ্বেলে হার্ট তৈরি। আর ডাক্তারও হাসি হাসি মুখে এইস্যা মোটা দড়ি দিয়ে সেরে ফেলেন স্টিচের কাজ। দড়ি কাটার জন্যে স্ক্যালপেল লাগে নাকি! ধুস! দাঁত দিয়েই তো দিব্যি দড়ি কাটা হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না এই সব কথা? বেশ তাহলে ভিডিওটা দেখে ফেলুন।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SL3kgs14rtY
মন্তব্য চালু নেই