একটি আধুনিক নারীর করণীয় কী? জেনে নিন…

বিশ্বায়নের এই যুগে সব জায়গাতেই প্রতিযোগিতার ছোয়া লেগেছে। তা কর্মস্থল থেকে শুরু পরিবার সবখানেই। আধুনিক বিশ্বে ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন মেনে চলতে হয়। তা না হলে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়তে হয়। আধুনিকতার দৌড় থেকে পিছিয়ে নেই নারীরাও। তবে আধুনিক হতে হলে নারীদের বেশ কিছু পদক্ষেণ বা করণীয় সম্পাদন জরুরি। নিচে তেমনই কয়েকটি করণীয় নিয়ে আলোচনা করা হলো :

১. হাসিকে সবচেয়ে ভালো ওষুধ হিসেবে ব্যবহার
২. বিশ্বের যে স্থানেই থাকুন না কেন, সব সময় ‘ধন্যবাদ’ বলতে প্রস্তুত থাকুন
৩. সঠিকভাবে রান্না করুন, আলুকে মচমচে করে ভাজুন
৪. বিল ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিন
৫. জানুন যে সবাই বয়সের সঙ্গে সঙ্গে উন্নতি করে, এমনকি নিজেও
৬. মিস্ত্রীকে এক কাপ চা পানের প্রস্তাব দিন
৭. ভালোবাসা তৈরিতে অসাধারণ, লাসাগনিতেও অসাধারণ
৮. একজন পুরুষকে থামাতে স্টেয়ার এবং একটি কুকুরকে থামাতে হাতের সঙ্কেত ব্যবহারে ও বিপরীতটিতে দক্ষ
৯. বিছানায় শুয়ে গল্প বলায় নানা কণ্ঠ নকলে পারদর্শী
১০. একবারে পানীয় গলাঃধকরণ নয়
১১. এটা জেনে রাখা উচিত যে, স্কুলে দৌড়ানো কিংবা কুকরকে নিয়ে হাঁটতে যাওয়ার জন্য সম্পূর্ণ মেকআপ প্রয়োজন নেই
১২. যে জুতাতে হাঁটতে পারেন না, তা কখনো পরবেন না
১৩. পুরুষ কখন কথা বলে, তা জেনে রাখতে হবে
১৪. ইঁদুরকে ঘুষি মারা, পাখির পালক তোলা কিংবা মাছ খাওয়ায় দক্ষ তবে

পুরুষকে অগ্রাধীকার দিতে অভ্যস্ত
১৫. নিজের সন্তানের জন্মদিন মনে রাখতে হবে
১৬. দীর্ঘ গাড়ি যাত্রায় গান মনে রাখতে হবে
১৭. ডিনার পার্টিতে আগে নয় দেরিতেও নয়, সঠিক সময়ে পৌঁছানো জানতে হবে
১৮. নিজের ভ্রু কখনোই বেশি তোলা যাবে না
১৯. একজন লম্পটের প্রস্তাব করুণা ও দয়ার সঙ্গে ফিরিয়ে দেওয়া জানতে হবে
২০. বিভ্রান্তিকর প্রচারপত্রেও স্বাচ্ছন্দ বোধ করায় অভ্যস্ত
২১. কসমেটিক্স সার্জারিকে ‘না’ বলতে অভ্যস্ত
২২. জানতে হবে কখন একজন লোককে ভাবতে দিতে হবে যে এটি তার আইডিয়া
২৩. কখনোই হ্যান্ডব্যাগে রাখা কুকুর পোষার চেষ্টা নয়
২৪. টাই খুলতে ও বাঁধতে দক্ষ
২৫. ক্রিকেট কিংবা রাগবি খেলার নিয়ম না জানলেও খেলা উপভোগে আগ্রহী
২৬. বেডরুম কিংবা বোর্ডরুমের নিয়ন্ত্রণ নেওয়ার সময়টি জেনে রাখা
২৭. বিভিন্ন ব্র্যান্ডের পার্থক্য জেনে রাখা
২৮. নিজের সন্তানদের সুশিক্ষিত ও ভদ্র সন্তান হিসেবে গড়ে তোলা
২৯. জেনে রাখতে হবে গোলাপের ডালটি কখন ছেটে ফেলতে হবে
৩০. অতিরিক্ত সাজপোশাককে কখনোই ভয় নয়
৩১. স্পোর্টস কার, ঘাস কাটা গাড় কিংবা স্কি লিফট যে গাড়িই হোক না কেন, ভয় নয়
৩২. চুল রং করা কখন বন্ধ করতে হবে, জেনে রাখা
৩৩. ছেলেকে পোশাক আয়রন করা শেখানো এবং মেয়েকে ফিউজ পরিবর্তনের শিক্ষা দেওয়া
৩৪. কালো পোশাকের অধিকারী
৩৫. রুমাল সঙ্গে রাখা
৩৬. জীবনে যতই ভাগ্যবান হোন না কেন, ফেসবুকে গর্ব নয় .



মন্তব্য চালু নেই