একটা চোখ ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সাইফের বাবা
মনসুর আলি খান পতৌদির বায়োপিকে অভিনয় করবেন সাইফ আলি খান। বলিউডে এমন গুঞ্জন শুরু হলেও সে সম্ভবনাকে আপাতত উড়িয়ে দিয়েছেন নায়ক নিজেই। পতৌদির বায়োপিকে অভিনয় যে সহজ হবে না তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কারণ ছবিতে পতৌদির খেলার শটগুলো নিখুঁত এবং বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আর তা কোনো অভিনেতার পক্ষে করা সহজ নয়।
সাইফ বলেন, বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরির ইচ্ছে রয়েছে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, একটা চোখ ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বাবা। বেঁচে থাকতে কখনও এ নিয়ে কথা বলতেন না।
এখন তিনি মারা যাওয়ার পর তার এই কৃতিত্বের কথা অনেকেই বলেন। বাবার মতো এমন ক্রিকেট জীবন বোধহয় আর কারুর নেই। আরও কিছু দুর্লভ ফুটেজ জোগাড় করেই তথ্যচিত্র তৈরির কাজ শুরু করবেন সাইফ।
মন্তব্য চালু নেই