‘একটা কিনলে একটা ফ্রি’ দিলেই জমে উপসে পড়া ভিড়, এর আসল রহস্য আজ জেনে নিন
একটা কিনলে একটা ফ্রি ফ্রি ফ্রি। চৈত্র সেল হোক কিংবা নিউ ইয়ার এমন চটকদার অফার সারা বছরই লেগে রয়েছে। এই ডাকে সারা দিয়ে দোকানে উপচে পড়ে ভিড়। কেনাকাটা সেরে হাসি মুখে বাড়ি ফেরে মা-দিদিরা। অন্যদিকে স্টক খালি হওয়ায় খুশি দোকানি।
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, একটা জামা কিনলে আরেকটা কি করে ফ্রি পাওয়া যায়? আজকাল বাজারে যখন জলটাও ফ্রি-তে পাওয়া যায় না। তখন একই দামে দু’টি জামা! এমনটা হলে তো দোকানির ব্যবসা লাটে উঠবে। তাহলে কি করে একটা জামা কিনলে আরেকটা জামা কিনতে বিনামূল্যে পাওয়া যায়।
আসলে ফ্রি-তে কিছু পাওয়া যায় না। বছর শেষে পুরনো স্টক শেষ করতে দোকানে জামার দামের ট্যাগ পাল্টে দেওয়া হয়। আর এখানেই আসল কেরামতি। যেমন ধরুন একটা জামার দাম ২০০ টাকা কিন্তু সেলের সময় তাঁর দাম বাড়িয়ে রাখা হল ৪০০ টাকা। এবার দুটি জামার দাম নেওয়া হল একটি জামা থেকে। আবার অনেক সময় জামার কোয়ালিটির ও হেরফের থাকে।
সুতরাং বুঝলেন তো আজকাল কোনও কিছুই ফ্রি-তে পাওয়া যায় না।
মন্তব্য চালু নেই