একটানা তৃতীয়বারের মত এশিয়া কাপ হচ্ছে বাংলাদেশে?
২০১২ ও ২০১৪ সালের এশিয়া কাপের সর্বশেষ দুটি আসরের আয়োজক ছিল বাংলাদেশ। ২০১৬’তে এসে পাল্টে যাচ্ছে এশিয়া কাপের ধরণ। এর আগে ওয়ানডে ফরম্যাটে এই আসর অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২০১৬ এর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এর আগে এই আসরের সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা জানা গেলেও এখন আবার ভেন্যু নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু হয়েছে। আর এই চিন্তায় ভালোভাবেই আছে বাংলাদেশের নাম।
এ সম্পর্কে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারটা হচ্ছে, এটা এখনো ফাইনাল হয়নি। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই হবে। আমাদের কাছেও প্রস্তাব আছে আয়োজক হওয়ার জন্য।’
মন্তব্য চালু নেই