একজন প্রেমিকাকে ৬৭ বার বিয়ে করেছেন যিনি
ইসলাম ধর্মে বিয়ে ফরয এবং পুরুষদের শর্ত সাপেক্ষে সর্বাধিক চারটি বিয়ের কথা বলা আছে। যদিও অধিকাংশ মুসলমানদের একটি বিয়ে করতেই দেখা যায়। শধু মুসলামন নয় অন্য ধর্মাবলম্বীদের অধিকাংশই একবারই বিয়ের পিড়িতে বসেন। কিন্তু কেউ কি কখনও শুনেছেন কোন ব্যক্তি ৬৭টি বিয়ে করেছেন, সেটাও আবার একজনকেই?
অবিশ্বাস্য হলেও এমনই এক অদ্ভুত কাণ্ড করেছেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাসকারী দম্পতি লিসা গ্যান্ট ও অ্যালেক্স পেলিং জুটি। বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ধর্মের নিয়ম অনুসারে তারা বিয়ে করে এখন পর্যন্ত তা গুণে গুণে দাঁড়িয়েছে ৬৭টিতে।
এতবার তারা বিয়ের পিড়িতে কেন বসেছেন? এমন প্রশ্নের উত্তরে ওই দম্পতি জানিয়েছেন, তারা মূলত একটি পছন্দ মত জায়গা খুজছেন।যেখানে তাদের পছন্দের রীতে বিয়ে হবে। কিন্তু পৃথিবীর বহুদেশ ঘুরেও তারা একখনও নিজেদের পছন্দ অনুযায়ি বিয়ে করতে পারেন নি।
যেদিন কোনো স্থান, কোনো রীতি তাদের সত্যিকার অর্থেই পছন্দ হবে, সেদিনই তারা এই মহান বিবাহ অভিযানে ক্ষান্ত দেবেন। এরপর পরিপূর্ণ মধুচন্দ্রিমার জন্যে কিন্তু শুরু হতে পারে আরও এক অভিযান!
উল্লেখ্য, এই দম্পতি তাদের সর্বশেষ বিয়েটি করেছেন গত ২৮ জানুয়ারি।
মন্তব্য চালু নেই