একক অ্যালবাম নিয়ে আসছেন মমতাজ
স্টেজ, অ্যালবাম ও চলচ্চিত্রে এখন নিয়মিতই কাজ করছেন ফোক সম্রাজ্ঞী খ্যাত শিল্পী মমতাজ। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির গানের জন্য এরই মধ্যে সেরা নারী কণ্ঠশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষ ঘোষণা করেছেন মমতাজের নাম। সব মিলিয়ে এখন সংগীতাঙ্গনে দীর্ঘদিন পর আবারও চাঙ্গা এ শিল্পী। প্রায় দেড় বছরের ব্যবধানে আবারও নতুন একক অ্যালবামের কাজ করছেন এই শিল্পী। অ্যালবামের সব গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। আর সুর করেছেন অভি আকাশ।
সংগীতায়োজনে রয়েছেন মুশফিক লিটু। এরই মধ্যে অ্যালবামের অনেক খানি কাজ শেষ হয়েছে। আসছে পহেলা বৈশাখের বড় অ্যালবাম হিসেবেই সিডি চয়েজের ব্যানারে মমতাজের এ অ্যালবামটি প্রকাশ হবে। এ বিষয়ে মমতাজ বলেন, নতুন অ্যালবামের কাজ এরই মধ্যে শুরু করেছি। বরাবরের মতো ফোক গান নিয়েই তৈরি হচ্ছে অ্যালবামটি। দেলোয়ার আরজুদা শরফের কথায় এ অ্যালবামের গানগুলোর সুর করছে অভি আকাশ।
এরই মধ্যে কয়েকটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি, গানগুলো ভালো লাগবে সবার। দেলোয়ার আরজুদা শরফ বলেন, মমতাজ আপার জন্য এবার পুরো অ্যালবামের গান লিখছি। সুর, সংগীত ও কণ্ঠ দেয়ার পর সুন্দর কিছু গান দাঁড়াচ্ছে। আমার বিশ্বাস এ গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। এদিকে আজ মমতাজের অ্যালবামের বাকী গানগুলোর রেকর্ডিং হবে। এগুলো শেষ করে পহেলা বৈশাখের দিনটিতেই অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।
মন্তব্য চালু নেই