একই নাটকে বাবা-মা ‘সন্তান’
নাটকের নাম ‘সন্তান’। লিখেছেন বৃন্দাবন দাস। তারই স্ত্রী শাহনাজ খুশি এতে অভিনয় করেছেন। তাদের যমজ সন্তানের একজন দিব্যজ্যোতি প্রথমবারের অভিনয় করেছেন নাটকটিতে। এবার বোঝা গেলতো একই নাটকে বাবা-মা ‘সন্তান’। নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। তবে পর্দায় কিন্তু বাবা হিসেবে দেখতে পাওয়া যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
এতে আরও অভিনয় করেছেন চাঁদনী, বাকার বকুল প্রমুখ। আবহ সংগীত করেছেন ফরিদ আহমেদ, চিত্রগ্রহণে নিয়াজ মাহবুব। বাংলাভিশনে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
মন্তব্য চালু নেই