একই দলে মেসি-রোনালদো-নেইমার!

নতুন বছরকে বরণ করে নেওয়ার আগেই বর্ষসেরা একাদশ নির্বাচন করছে বিশ্বের সেরা ফুটবল সাময়িকীগুলো। এবার ফ্রান্স ফুটবল সাময়িকী বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন আক্রমণভাগে বার্সেলোনার জুটি লিওনেল মেসি আর নেইমারের সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এবার ফিফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও রয়েছেন এই তিন তারকা। ফ্রান্স ফুটবল এখন ফিফার সঙ্গে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিচ্ছে। বর্ষসেরা দলে সর্বোচ্চ সাত জন খেলোয়াড় জায়গা পেয়েছে স্পেনের লা লিগা থেকে। তবে স্পেনের সফলতম ক্লাব রিয়াল থেকে আছেন কেবল পর্তুগিজ অধিনায়ক।

মেসি ও নেইমারের সঙ্গে বার্সেলোনা থেকে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও ডিফেন্ডার দানি আলভেজ। লা লিগার বাকি দুই খেলোয়াড় সেভিয়ার মিডফিল্ডার গিরজাগোস ক্রাইকোভিয়াক ও অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার দিয়েগো গদিন।

এই দলের গোলরক্ষকের হিসেবে রাখা হয়েছে ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফনকে। সেরি আ থেকে সুযোগ পাওয়া আরেকজন তার সতীর্থ ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি।



মন্তব্য চালু নেই