একই ছবিতে মাধুরী-রাণী-পরিণীতি!
‘পিকু’ ছবির পর শোনা যাচ্ছে সুরজিত সিরকার এবার নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় নির্মাণ করতে চাচ্ছেন, যেখানে তিন প্রজন্মকে দেখা যাবে।
একটি সূত্র বলেছে, সুরজিত মাধুরী দীক্ষিত নেনে, রাণী মুখার্জি ও পরিণীতি চোপড়াকে এই ছবিতে নিতে চাচ্ছেন। তাদেরকে প্রস্তাবও দিয়েছেন তিনি। ছবিটির জন্য রাণী রাজি হলে সন্তান জন্ম দেয়ার পর এটি হবে তার প্রথম ছবি। আর মাধুরীর হবে ছোট পর্দা থেকে বড় পর্দার ফিরে আসার ছবি। ছবিটির তিনটি চরিত্রই গুরুত্বপূর্ণ।
মন্তব্য চালু নেই