‘একই অপরাধে স্টোকসের সাজা হলে ভারতের অশ্বিনের কেন হবে না?’

জেমস অ্যান্ডারসনের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ায় ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শাস্তি চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

সাবেক এই তারকা ব্যাটসম্যান আইসিসির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, ‘একই অপরাধে যদি বেন স্টোকসের জরিমানা হতে পারে তাহলে অশ্বিনের কেন হবে না?

অ্যান্ডারসনের সাথে অশ্বিনের আচরণ একেবারেই পছন্দ হয়নি ভনের। টুইটারে ভন লিখেছেন, ‘আইসিসি, আমি বুঝতে পারছি না, মোহালিতে অশালীন আচরণ করায় বেন স্টোকসের জরিমানা হলো তবে মুম্বাই টেস্টের জন্য অশ্বিনের হলো না কেন? দয়া করে ব্যাখ্যা করুন’

মুম্বাই টেস্টের পঞ্চম দিনে ম্যাচের শেষ ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডারসন যখন মাঠে নামেন ভারতীয় দল তখন জয় থেকে নি:শ্বাস দুরত্বে। এমন সময় অশ্বিনের একটি মন্তব্যে ঠোকাঠুকি লেগে গেল এই দুই ক্রিকেটারের মধ্যে। এই সময় অশ্বিন নাকি অ্যান্ডারসনকে হার মেনে নেওয়ার মানসিকতা তৈরি করার উপদেশ দিচ্ছিলেন।

তবে ঘটনার শুরু চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে। কোহলি ২৩৫ রান করলেও সংবাদ সম্মেলনে কোহলির ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অ্যান্ডারসন। তিনি বলেন, ‘ভারতীয় পিচ বলেই এতো রান করতে পেরেছেন কোহলি। আসলে কোহলির ব্যাটিং টেকনিকটা আহামরি কিছু নয়।’

অ্যান্ডারসনের এই মন্তব্যে খুশি হতে পারেনি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। আর ইংল্যান্ড পেসারকে জব্দ করতেই তার সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন অশ্বিন। ভারতীয় এই অফ স্পিনার যাই বলুন না কেন কুকের কাছে সেটা ভালো লাগেনি।

ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, ‘অ্যান্ডারসন এবং অশ্বিনের মধ্যে যে বাক-বিতন্ডা হয়েছে সেটার কারনে খেলার যে ভারসাম্য নষ্ট হয়েছে।’ ইংল্যান্ড দলনেতা অভিযোগ করেছেন, অশ্বিন নাকি ইচ্ছে করেই খুঁচিয়েছেন অ্যান্ডারসনকে। ‘অশ্বিন যে মন্তব্যই করুক না কেন, অ্যান্ডারসনকে বিব্রত করাই তার উদ্দেশ্য ছিল।’

ম্যাচ শেষে কুক অভিযোগ করে বলেন, ম্যাচে সেটা হয়েছে তারপর অশ্বিন ওই মন্তব্য না করলেও পারতেন।’



মন্তব্য চালু নেই