একইদিনে ডাবল সেঞ্চুরি করলেন বাংলাদেশি তিন ক্রিকেটার

চলতি জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দেখা মিললো তিন ডাবল সেঞ্চুরির। প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। খেলেছেন ২০৪ রানের ইনিংস।

সাইফ ছাড়াও ঢাকা বিভাগের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন তাইবুর রহমান ইনিংস থেমেছে ২৪২ রানে। আর ২০০ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেছেন সিলেটের অধিনায়ক অলক কাপালি।

এর আগে চলতি জাতীয় লিগেই ২০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলের রংপুরের নাসির হোসেন। সিলেট বিভাগের হয়ে সেটাই ছিল চলতি জাতীয় লিগের প্রথম ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম শ্রেণিতে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ২০০১ সালে খুলনার বিপক্ষে যশোরে বিমানের হয়ে তিনি খেলেছিলেন ২২৪ রানের এক ইনিংস।

এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে আরও ৩০ টি ডাবল সেঞ্চুরি ও একটি ট্রিপল সেঞ্চুরি দেখেছে বাংলাদেশ ক্রিকেট। একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক রকিবুল হাসান। সিলেটের বিপক্ষে ২০০৭ সালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৩১৩ রান করেছিলেন রকিবুল।



মন্তব্য চালু নেই