এও কি সম্ভব?
সুপারস্টার সালমান খানের বড় ভাই প্রযোজক-নির্মাতা সোহেল খান বলিউডের দুই মেরুর দুইজনকে এবারে এক করতে যাচ্ছেন। সানি লিওনকে সকলেই চেনেন তার অতীত জীবনের সূত্র ধরে। অন্য দিকে নেওয়াজউদ্দিন হচ্ছেন পুরোদস্তুর একজন অভিনেতা। অল্প সময়ে অভিনেতা হিসেবে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন অভিনয় দক্ষতায়।
এক জন সমালোচিত, অন্যজন প্রশংসিত। শোনা যাচ্ছে, এই দুজনকে নিয়ে নতুন একটি সিনেমার পরিকল্পনা করছেন সোহেল। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বলিউডে সবাই অবাক। অনেকেই বলছেন, ‘এও কি সম্ভব!’
সোহেলের এ প্রচেষ্টা যদি সফল হয় তাহলে আর এক অনভিপ্রেত জুটিকে রুপোলি পর্দায় দেখতে পাবে বলিউড। আর এটি আগের সব অন্যরকম জুটিকেই ছাপিয়ে যাবে বলে ধারণা সিনেমাপ্রেমীদের।
আজ অব্দি পর্নো তারকার ছাপ সানির সঙ্গে রয়েছে ফলে এখন পর্যন্ত সেক্স সিম্বল হিসাবেই তাকে দেখেছে বলিউড। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসাবে মাত্র কয়েকবছরেই নিজেকে বলিউডের প্রথম সারিতে নিয়ে গিয়েছেন নেওয়াজউদ্দিন সিদ্দিকী। সব ধরনের চরিত্রেই তিনি সাবলীলভাবে অভিনয় করেন। এখন তাদের জুটি তৈরি হলে তা কি খেল দেখায় সেটাই এখন দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
অন্যরা এখন যা পড়ছেন
কেমন দেখতে ছিলেন কিশোরী ক্যাটরিনা, প্রকাশ ইনস্টাগ্রামে
গভীর রাতে শাকিবের প্রবেশের ঘটনায় মুখ খুললেন মৌসুমী
চমক নিয়ে আসছেন আমব্রিন
সানি লিওন হতে চান বাংলার অভিনেত্রী মিমি!
নির্বাচন বাতিল নয়, সানির আবেদনে পুনরায় ভোট গণনা
মোশাররফ-জুঁইয়ের ভালোবাসার গল্প
সেন্সরে যাচ্ছে শাকিব-বুবলীর অহংকার
শাকিবের ওপর হামলায় মুখ খুললেন অমিত হাসান
নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করলেন ওমর সানি
সিনেমার বাহুবলিকে তো চেনেন‚ কিন্তু বাস্তবে বাহুবলি কে ছিলেন জানেন?
সিনেমার প্রভাবেই মহিলাদের উপর হেনস্তার ঘটনা বাড়ছে!
ওজন কমিয়ে তাক লাগিয়েছেন যে অভিনেতা-অভিনেত্রীরা
‘চাচ্চু’র সেই ছোট্ট দীঘিকে দেখে স্মৃতিকাতর ডিপজল!
পতন নয়, শাকিবের এখন দুঃসময়…

















মন্তব্য চালু নেই