সাতক্ষীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

এই সরকারের কাছে দেশ, দেশের জনগণ কোনটিই নিরাপদ নই

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সোমবার সকালে কোর্ট চত্বরের আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী গুম, খুন নারায়নগঞ্জে এড. চন্দন সহ ৭ জনকে অপহরন করে হত্যার প্রতিবাদে ফোরামের সভাপতি এড. আবুল হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. তোজাম্মেল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আব্দুস সাত্তার, এড. আকবার আলী, এড. নূরুল ইসলাম, এড. এবিএম সেলিম, এড. সরদার সাইফ, এড. আবু সাঈদ রাজা, এড. নূরুল আমিন, এড. অসিম কুমার, এড. জাহাঙ্গীর আল, এড. শাহাদাত হোসেন, এড. আব্দুল জলিল, এড. রেজওয়ান আলী, এড. ফকরুল আলম, এড. সোহরাব হোসেন বাবলু, এড. শিহাব মাউসুদ, এড. আব্দুল আজিজ, এড. নূরে আলম সিদ্দিক, এড. মোস্তফা জামান, এড. সিরাজুল ইসলাম, এড. আবুল হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, সারা দেশে গুম, খুন, হত্যা রাহাজানি, চাঁদাবাজি দিনের পর দিনে বেড়েই চলেছে। আজ সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। সরকার র‌্যাবকে রক্ষী বাহিনীতে পরিণত করেছে। এই সরকারের কাছে দেশ, দেশের জনগণ কোনটিই নিরাপদ নই। গোটা দেশকে সরকার জেলখানায় পরিণত করেছে। আর কত খুন হলে এই সরকারের পতন হবে। এটি এখন দেশ বাসীর প্রশ্ন। নারায়নগঞ্জের সাত খুনের সরকারী দলের লোকজন জড়িত উল্লেখ করে আরো বলেন, খুনীদের রক্ষা করাই যেন সরকারের দায়িত্ব হয়ে দাড়িঁয়েছে। খুনী নুর হোসেন কে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভারতে পাঠানোর পর খুনীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এবং সারাদেশে অপহরণ, গুম, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।



মন্তব্য চালু নেই