এই মেয়েই ন্যাশনাল জিওগ্রাফিকে প্রথম ট্রান্সজেন্ডার কভার-স্টার
বছর তিরিশ আগে ন্যাশনাল জিওগ্রাফিকের ফটোগ্রাফার স্টিভ ম্যাককারির ‘আফগান গার্ল’ ছবিটি আজও আফগানিস্তান যুদ্ধের অন্যতম মুখ। এহেন ন্যাশনাল জিওগ্রাফিকের কভার ছবি ফের ইতিহাস গড়তে চলেছে।
এই প্রথম কোনও ম্যাগাজিনের কভার ছবিতে ব্যবহার করা হল ট্রান্সজেন্ডার বালিকার ছবি। ৯ বছর বয়সি ট্রান্সজেন্ডার আভেরি জ্যাকসন ন্যাশনাল জিওগ্রাফিকের ডিসেম্বরের কভার ফটো।
ন্যাট জিও ফটোগ্রাফার রবিন হ্যামন্ডের তোলা ছবিটি আলোড়ন ফেলে দিয়েছে তামাম বিশ্বে। ন্যাট জিও-র ডিসেম্বর সংস্করণের বিষয় লিঙ্গ বিপ্লব। মূলত LGBTQ সম্প্রদায়ের লড়াইকেই তুলে ধরা হয়েছে এবারের ইস্যুতে। ম্যাগাজিনের কভার ছবিতে যে কিশোরীর ছবি ব্যবহার করা হয়েছে, সেই ট্রান্সজেন্ডার আভেরি জ্যাকসন মাত্র ৯ বছর বয়সেই হয়ে উঠেছেন সমাজকর্মী।
অতএব, ‘আফগান গার্ল’-এর মতো ছোট্ট আভেরিও হয়ে উঠছে একটি বিপ্লবের মুখ।
সূত্র: এই সময়
মন্তব্য চালু নেই