এই মহিলা নাকি ২৩ মাস ধরে গর্ভবতী!
তিনি নাকি ২৩ মাস সময়কাল ধরে গর্ভবতী। তার দাবি এমনটাই। আর তার এই দাবি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় নেট দুনিয়া।
সাধারণভাবে গর্ভধারণের সময় ৯ মাস। এই সময়কালের মধ্যে মায়ের জঠরে সে বেড়ে ওঠে। ভ্রূণ থেকে পূর্ণতা পায়। কিন্তু বেলিংহ্যামের বাসিন্দা অ্যাংগি ডেলোরা নামে মহিলার দাবি, তিনি ২ বছর ধরে প্রেগন্যান্ট। তার সন্তানের ডেলিভারি কবে হবে, সে সম্বন্ধে চিকিত্সকরা এখনও স্পষ্ট করে কিছু বলেননি।
এদিকে ডাক্তাররাও তার শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ সন্দিহান। তাদের মনে প্রশ্ন, আদৌ কি তিনি সত্যি সত্যিই গর্ভবতী নাকি পুরোটাই মেদ? যদিও ডেলোরা দাবি, তিনি প্রেগন্যান্টই।
মন্তব্য চালু নেই