এই বাংলাদেশই দেখতে চেয়েছি!

আজ বাংলাদেশ শুরু থেকে শেষ স্পিরিটেড ক্রিকেট খেলেছে- এটাই ম্যাচের সবচে’ বড় টারনিং পয়েন্ট।

ব্যাটিংয়ের শুরুতে ধ্বস কাটিয়ে ঘুরে দাঁড়ানো বা সহজ ক্যাচ ফেলতে ফেলতে কঠিন ক্যাচ ধরে ফেলা কিংবা এক বোলারের মার খাওয়া দেখে আরেক বোলারের আগ্রাসন, ব্যাটিং-ফ্রেন্ডলি উইকেটে দেড়শ’র কম রান করে তা ডিফেন্ড করে ফেলা …সবই তো করেছে বাংলাদেশ।

খেলা দেখতে দেখতে ভুলেই গেছিলাম টি-টুয়েন্টি ক্রিকেট খেলছে বাংলাদেশ! যে খেলায় কি না আমাদেরকে এখনও ধরা হয় আউটসাইডার, শিক্ষানবীশ।

সবাই বা অনেকে বলবেন, সব পার্থক্য গড়ে দিয়েছেন সাব্বির, কেউ বলবেন সাকিবের অলরাউন্ড অবদানের কথা, কেউবা যাবেন আল-আমিন, মুস্তাফিজের নাম আনতে। সবার সঙ্গেই একমত হবো আমি একটা জায়গায় কিন্তু আমাকে যদি একান্ত নিজস্ব মন্তব্য করতে বলেন এই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে আমাদের জয় নিয়ে, তাহলে আবারো বলবো, পজিটিভ আর স্পিরিটেড এবং প্রার্থিত টোটাল ক্রিকেট খেলেছে বাংলাদেশ। টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটে যা আমাদের খুব একটা চোখেই পড়ে না।

আমার মনে হয় এখন থেকে নতুন পথে হাঁটবে বাংলাদেশ এই ফরম্যাটেও… যে পথটা চেনা হয়ে গেছে একদিনের ক্রিকেটে।

আরেকটা কথা, একটা ম্যাচ খারাপ খেলায় সাকিবকে যারা বকাবকি করেছেন আপনারা- তা করবেন না আর দয়া করে। সাকিব কী পারেন নিজের জন্য, আমাদের জন্য… ভুলে গিয়ে থাকলে আজকের ম্যাচের ভিডিওটা আবার দেখেন!



মন্তব্য চালু নেই