এই বর্ষায় ফ্যাশনে ‘না’ নয়

এখনকার সময়টাই যেন কেমন! এখনই ঝলমলে রোদ, তো এখনই ঘোর বৃষ্টি। বর্ষার এই সময়টা মানে রিমঝিম বৃষ্টি, সোঁদা মাটির গন্ধ। আবার বর্ষা মানেই কাদায় প্যাঁচপ্যাঁচে শহর। কিন্তু তাই বলে ফ্যাশনে বাধা পড়বে কেন! এই বর্ষায়ও অটুট থাকবে স্টাইলিং। তার জন্য রইল কিছু টিপস-

বর্ষার পোশাক
বৃষ্টির সময় ট্রাডিশনাল সাজ প্রয়োজন না থাকলে এড়িয়ে চলাই ভালো। আপনার ওয়েস্টার্ন কালেকশনকে ব্যবহার করুন এই সময়। ন্যারো প্যান্ট, সর্ট স্কার্ট এই সময় সামলানোও সহজ, দেখতেও ভালো লাগে। ফাংকি ছাতা ব্যবহার করতে পারেন। বর্ষায় পোশাকের থেকে কিন্তু ছাতা অনেক বেশি অ্যাট্রাক্ট করে। ছাতা পছন্দ না হলে, ট্রেনডি রেইনকোট ব্যবহার করতে পারেন।

বর্ষার জুতো
বর্ষায় একের বেশি জুতো অবশ্যই সঙ্গে রাখুন। কখন রাস্তায় আপনার জুতো ভিজে গিয়ে ছিঁড়ে যেতেই পারে যে কোনও সময়। বর্ষায় প্লাস্টিক বা নন লেদার মেটিরিয়ালের জুতো পড়ুন। বর্ষা স্পেশাল বিভিন্ন স্টাইলের প্লাস্টিকের জুতো পেয়ে যাবেন ফুট থেকে ব্যান্ডেড সু-স্টোরে।



মন্তব্য চালু নেই