এই বছর আরেকবার আয়োজন হবে আইপিএল

চলতি বছরের আরেকবার ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ (আইপিএল) আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিদেশে ভারতীয় সমর্থকদের কথা ভেবেই দেশের বাইরে এই বছর সেপ্টেম্বর মাসে মিনি আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।
প্রতি বছরের সেপ্টেম্বরে হবে এই আয়োজন। সবগুলোই ভারতের বাইরে। এ জন্য টুর্নামেন্টকে বলা হচ্ছে, মিনি আইপিএল।

এই উপলক্ষে আজ ধর্মশালায় আইপিএলের পরিচালনা বোর্ডের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ছিলেন এই সভায়। কবে হবে, ফরম্যাট কী হবে, সেসব ব্যাপার এখনো চূড়ান্ত হয়নি।

তবে সভাশেষে অনুরাগ ঠাকুর বলেছেন, সেপ্টেম্বর মাসে আট দলের অংশগ্রহণে মিনি আইপিএল বা আইপিএল আয়োজন করবে বিসিসিআই। এটা ছোট সংস্করণে হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ থাকবে না। ম্যাচও অনেক কম হবে। ১৪ দিনের মধ্যেই শেষ হবে টুর্নামেন্ট।



মন্তব্য চালু নেই