এই প্রথম টেস্ট দলে তাসকিন
২০১৪ সালের জুনে ভারতের বিপক্ষে অভিষেক হয় তাসকিন আহমেদের। ওয়ানডে অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট তুলে নেন তরুণ এই পেসার। একই বছর এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার।
এ পর্যন্ত ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তাসকিন। ২৭.৮০ গড়ে ৩৫টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ২৮ রানে ৫ উইকেট। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের ১১টিতে বল করার সুযোগ হয়েছে তার। ২৬.৪৪ গড়ে নিয়েছেন ৯টি উইকেট। এতোদিন ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন। এবার ভাগ্য সুপ্রসন্ন হলে টেস্টেও অভিষেক হয়ে যেতে পারে ড্যাশিং এই বোলারের।
শুক্রবার দুপুরে ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদও। ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের সেরা একাদশে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
মন্তব্য চালু নেই