এই প্রথম একসঙ্গে আগুন-হিমু
কন্ঠশিল্পী আগুন নাটকে অভিনয় করেন না বললেই চলে। তিনি তার গানের জগত নিয়ে বেশ ভাল আছেন। তবে মাঝে মধ্যে এই গায়ককে ছোট পর্দায় দেখতে পাওয়া যায়। অন্যদিকে অভিনেত্রী হুমায়রা হিমু ছোট পর্দায় নিয়মিত আছেন। তবে দীর্ঘদিন পর ছোট পর্দায় আবারও দেখা যাবে এই কন্ঠশিল্পীকে। নাটককের নাম ‘সুরের ফেরিওয়ালা’। এটি পরিচালনা করেছনন মাহবুব মজুমদার।
নাটকটি নিয়ে হিমু বলেন, এই প্রথম আগুন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। বেশ ভাল লাগছে। পদ্মা রিসোর্টে নাটকটির দৃশ্যধারণ চলছে। আগামীকাল ৭ সেপ্টেম্বর শুটিং শেষ করে ঢাকায় ফিরব’। আসছে ঈদুল আযহার তৃতীয় দিন একুশে টেলিভিশনে প্রচার হবে জানান অভিনেত্রী হুমায়রা হিমু।
মন্তব্য চালু নেই