‘এই প্রজন্মে মুস্তাফিজের মতো প্রতিভা আর নেই’ : সৌরভ গাঙ্গুলী
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে ‘দ্য ফিজ’ নামে বিশ্বজুড়ে পরিচিত পেয়েছেন বাংলাদেশের এ বিস্ময়বালক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিশ্বজুড়ে ফিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এবার সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় দাদাগারিতে প্রশ্ন হল মুস্তাফিজকে নিয়ে।
মঙ্গলবার জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’তে সৌরভ গাঙ্গুলী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের একটি উইকেট নেয়ার দৃশ্য দেখান। এরপর কলকাতার হয়ে অংশ নেওয়া একজন প্রতিযোগীর কাছে জানতে চান, বাংলাদেশের এ বোলারটির নাম কি? তিনি বলেন, মুস্তাফিজুর রহমান।
এরপর সৌরভ গাঙ্গুলী আবার অন্য প্রতিযোগীর কাছে জানতে চান তিনি চ্যালেঞ্জ করতে চান কিনা। তিনি বলেন, না।
এরপর সৌরভ বলেন, হ্যাঁ, এটাই মুস্তাফিজ। আধুনিক প্রজন্মে মুস্তাফিজের মতো প্রতিভা আর নেই।
গত বছর ভারতের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। আর মুস্তাফিজের হাত ধরেই ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর এবার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে মুস্তাফিজের দল। পাশাপাশি নবম আসরের সেরা উদীয়মান তারকা হয়েছেন এই কাটার মাস্টার।
মন্তব্য চালু নেই