এই নিউইয়ার পার্টিতে নিজেকে সাজিয়ে ফেলুন একদম নতুন করে!

নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আপনি তৈরি তো? নিউ ইয়ার পার্টির জন্য জামা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে? এমনকি কোথায়, কিভাবে পার্টির আয়োজন করবেন সেটাও নিশ্চয় ঠিক? মেকআপ কীভাবে করবেন সেটি কি ঠিক করেছেন? সব সময় যেভাবে মেকআপ করেন, সেভাবে কি মেকআপ করবেন? নিউ ইয়ার পার্টিতে নতুন একটি লুকে নিজেকে সাজিয়ে ফেলুন। এবারের নিউ ইয়ার পার্টিতে নিজেকে তুলে ধরুন ভিন্নভাবে নতুন একটি লুকে। ভারী মেকআপ অনেকের পছন্দ নয়। আবার রাতের পার্টিতে হালকা মেকআপ খুব খারাপ দেখায়। খুব বেশি ভারী নয় আবার খুব হালকা নয়, এমনভাবে সাজিয়ে নিতে পারেন এই সহজ মেকআপ টিউটোরিয়ালটি থেকে। এই টিউটোরিয়ালে চোখকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু চোখ সাজিয়ে হয়ে উঠতে পারেন পার্টির মধ্যমণি।

যে মেকআপগুলো ব্যবহৃত হয়েছে:

দ্যা ব্লাম- আই প্রাইমার

মেবেলাইন নুড আইশ্যাডো

মেকআপ গ্রিক জেল আইলানার

ম্যাক্স ফ্যাক্টর একসেস লং আইলাইনার

মেটালিক্স আইশ্যাডো ইন গানস অ্যান্ড রোজ প্যাটেলেস

শর্ট আইল্যাশ

ল’রিয়াল ম্যাট লিপস্টিক

মেবেলাইন মাশকারা

যেভাবে মেকআপ করবেন:

১। প্রথমে মুখের বেইজ দিয়ে নিন। রাতের পার্টিতে একটু ভারী করে মুখের বেইজ দিবেন।

২। অব্যশই ব্লাশ-অন ব্যবহার করবেন।

৩। এরপর আই মেকআপ শুরু করুন।

৪। আই মেকআপে প্রথমে আই প্রাইমার দিয়ে চোখের চারপাশের কালো দাগ, চোখের নিচের কালি ঢেকে দিন।

৫। নুড আইশ্যাডো ব্যবহার করে চোখের বেইজটি দিয়ে দিন।

৬। তারপর ব্রাউন আইশ্যাডো লাগিয়ে নিন।

৭। চোখের কোণে কালো আইশ্যাডো দিয়ে স্মোকি লুক নিয়ে আসুন।

৮। জেল আইলাইনার ব্যবহার করতে না চাইলে লিকুইড আইলাইনার ব্যবহার করতে পারেন।

৯। পছন্দের কোন ডার্ক ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। লক্ষ্য রাখবেন লিপস্টিকের রংটি যেন ডার্ক হয়।

পুরো মেকআপটি দেখে নিন ভিডিওতে

এই মেকআপটি আপনি শুধু নিউ ইয়ার পার্টিতে নয়, যেকোন রাতের পার্টিতে নিতে পারেন।



মন্তব্য চালু নেই